Advertisements
মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমদিকে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে। অর্থাৎ ভূ-পৃষ্ঠের ওপর অবস্থিত যেকোন স্থান থেকে নিরক্ষীয় তলের সমান্তরাল করে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কোন সরলরেখা টানলে ঐ সরলরেখার সঙ্গে মূল মধ্যরেখা থেকে নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত টানা আর একটি সরলরেখা যে কোণ তৈরি করে সেই কোণ বা কৌণিক দূরত্বই হল ঐ স্থানটির দ্রামিমা।

0 Comments