Advertisements
সূর্য যখন যে দ্রাঘিমারেখার মাথার ওপর আসে, তখন সেই দ্রাঘিমারেখায় মধ্যাহ্ন হয় অর্থাৎ ঘড়িতে ঠিক বেলা ১২টা বাজে বলে ধরা হয়। এরপর এই মধ্যাহ্ন সময় অনুসারে দিনের অন্যান্য সময় গণনা করা হয়। এইভাবে যে দ্রাঘিমারেখায় যখন মধ্যাহ্ন হয় এবং সেই অনুসারে যে সময় গণনা করা হয়, তাকে স্থানীয় সময় বলে।

0 Comments