Advertisements
প্রশ্নঃ বক্সার বিদ্রোহ কী ছিল? অথবা, বক্সার বিদ্রোহ কেন হয়েছিল?
উত্তরঃ চিনে সাম্রাজ্যবাদী শক্তিগুলির সদন্ত অনুপ্রবেশ চিনা জনসাধারণের মধ্যে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা আশঙ্কা করে যে, চিন শীঘ্রই বিদেশি শক্তিগুলির উপনিবেশে পরিণত হবে। আগ্রাসী বৈদেশিক জাতিগুলির বিরুদ্ধে প্রবল ঘৃণার প্রকাশই ছিল বক্সার বিদ্রোহ।

0 Comments