গ্রীনিচ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত?
Advertisements
গ্রীনিচের দ্রাঘিমা ০° এবং ভারতের প্রামাণ্য দ্রাঘিমা ৮২° ৩০' পূর্ব অর্থাৎ ভারত গ্রীনিচ থেকে ৮২° ৩০' পূর্বদিকে অবস্থিত। এজন্য গ্রীনিচের তুলনায় ভারতের ঘড়ি সাড়ে পাঁচ ঘণ্টা (৮২°৩০' x ৪ মিনিট = ৩৩০ মিনিট) এগিয়ে থাকে।
0 Comments