Advertisements
ল্যাটিন শব্দ Equinox' -এর বাংলা প্রতিশব্দ 'বিষুব', এবং শব্দটির অর্থ সমান রাত্রি’ (Equi = equal, nox = night) । ব্যবহারিক ক্ষেত্রে যেদিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান (১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি) হয়, সেই বিশেষ দিনটিকে বলে বিষুব।
সূর্যের চারদিকে পরিক্রমণ করতে করতে ২১শে মার্চ তারিখে পৃথিবী তার কক্ষের এমন এক স্থানে অবস্থান করে যে, ঐদিন মধ্যাহ্ন সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে এবং উত্তর ও দক্ষিণ গােলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে। এর ফলে ঐদিন পৃথিবীর সর্বত্র দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গােলার্ধে বসন্ত ঋতু বিরাজ করে বলে ২১শে মার্চের বিশেষ দিনটিকে মহাবিযুব (Vernal or Spring equinox) বলা হয়।

0 Comments