Advertisements
যেদিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান (১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি), সেই বিশেষ দিনটিকে বলে বিষুব। সূর্যকে প্রদক্ষিণ করতে করতে ২৩শে সেপ্টেম্বর পৃথিবী তার কক্ষপথের এমন এক জায়গায় অবস্থান করে যে, মধ্যাহ্ন সূর্যরশ্মি ঠিক লক্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে। এর ফলে ঐদিন উত্তর ও দক্ষিণ—দুই মেরু থেকেই সূর্য সমান দুরত্বে অবস্থান করে। এজন্য ঐদিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গােলার্ধে শরতকাল, তাই ২৩শে সেপ্টেম্বরের দিনটিকে বলা হয় জলবিষুব (Autumnal equinox )

0 Comments