Advertisements
পৃথিবীর কক্ষটি যে (কল্পিত) সমতলে অবস্থিত, তাকে বলে কক্ষতল, অর্থাৎ যে তলে থেকে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে, সেটিই হল পৃথিবীর কক্ষতল। উপবৃত্তাকার কক্ষের প্রতিটি বিন্দুকে ঠিক বিপরীত দিকের বিন্দুর সঙ্গে সােজাসুজি যােগ করলে পৃথিবীর এই কক্ষতল পাওয়া যায়। পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই কক্ষতলে অবস্থিত।

0 Comments