Advertisements
উত্তরঃ সংজ্ঞা ঃ জোয়ারের সময় সমুদ্র স্ফীত হয় বলে সমুদ্রের জল মােহনা দিয়ে দ্রুত নদীতে প্রবেশ করে, ফলে নদীর জলও তখন বেড়ে যায়। এইভাবে জোয়ারের জল নদীতে আসার সময়, মাঝে মাঝে অত্যধিক উঁচু (৫-৭ মিটার) হয়ে প্রবল বেগে নদীতে প্রবেশ করে, একেই বলে বান বা বানডাকা।
যে অবস্থায় বান প্রবল হয়ঃ কতকগুলি বিশেষ অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়, যেমন(১) তেজ কোটালের সময়, (২) নদীর মােহানায় চড়া থাকলে, (৩) জোয়ারের জল প্রবেশ করার সময় নদীর স্রোতে বা অন্যভাবে বাধা পেলে, (৪) নদীর মুখ ফানেল-আকৃতির হলে এবং (৫) নদী জলপূর্ণ থাকলে।

0 Comments