Advertisements
যেসব নদীতে সারা বছর জল থাকে, সেইসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে নিত্যবহ খাল। উৎস-নদী সারাবছর জলপূর্ণ থাকার জন্য নিত্যবহ খালের মাধ্যমে কৃবিজমিতে সারা বছর জলসেচ করা যায়। দক্ষিণ ভারতের নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে এগুলি প্রীষ্মকালে প্রায় শুকিয়ে যায়। এজন্য এইসব নদী থেকে নিত্যবহ খাল খনন করা খুবই অসুবিধাজনক। এর ফলে দক্ষিণ ভারতের নিত্যবহ খালের সংখ্যা খুবই কম। কিন্তু উত্তর ভারতের নদীগুলি তুষারগলা জলে পুষ্ট বলে নদীগুলিতে সারা বছরই জল থাকে, অর্থাৎ এগুলি নিত্যবহ। তাই উত্তর ভারতেই নিত্যবহ খালের সংখ্যা অনেক বেশি। যেমন—উত্তর ভারতের পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে অনেক নিত্যবহ খাল আছে।

0 Comments