বনজ সম্পদের ওপর জলবায়ুর প্রভাব ও পাকিস্তানের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হয় খুব কম এবং জলবা শুদ্ধ প্রকৃতির। এজন্য দেশের মাত্র ৩ শতাংশে এলাকা বনাবৃত এবং সমভূমি মালভূমি অঞ্চলে আহিকাংশ জায়গায় তাই শুধুমাত্র কাঁটাগাছ ও ঝোপঝাড় দেখা যায়। তবে যেসব এলাকায় বেশি তুষারপাত হয় অর্থাৎ জলবায়ু শীতল প্রকৃতির সেখানে পাইন, ফার প্রভৃতি গাছের সরলবর্গীয় বনভূমির সৃষ্টি হয়েছে, যেমন- উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চল।
কৃষিজ সম্পদের উপর জলবায়ুর প্রভাব : পাকিস্তানের জলবায়ু অত্যন্ত শুষ্ক প্রকৃতির। ভাই দেশের মাত্র এক-তৃথংশ এলাকায় কৃষিজ ফসল উৎপাদন করা যায়। বৃষ্টিপাত খুব কম হয় বলে কৃষি ক জন্য জল সেচ ওপর নির্ভর করতে হয়। আর, স্বল্প বৃষ্টিপাত হয় বলে যেসব ফসল চাসে কম জলের প্রয়ােজন হয়, কেবল সেগুলিই এখানে উৎপাদন করা হয়, যেমন - গম, তুলাে,
জোয়ার বাজরা, ভুট্টা প্রভৃতি।

0 Comments