Advertisements
উত্তর : এশিয়া মহাদেশের দক্ষিণে এবং ভারত মহাসাগরের উত্তর প্রান্তে ভারত অবস্থিত। ভারতের তিনদিকে সমুদ্র-পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর। তিনদিকে সমুদ্র থাকায় ভারতকে বলে উপদ্বীপ। বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরব সাগরের লক্ষ, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জ ভারতের অংশ। ভারতের তিনদিকে সমুদ্র থাকায় দেশের কোন অংশই সমুদ্র থেকে ১৭০০ কিমির বেশি দূরে অবস্থিত নয়। এজন্য উপকূলের দৈর্ঘ্যও যথেষ্ট বেশি, প্রায় ৭,৫১৭ কিমি.।

0 Comments