Advertisements
ভারতের তিনদিকে সমুদ্র থাকায় জলপথে ব্যবসা-বাণিজ্যের সুবিধা পাওয়া যায়। সমুদ্রের সঙ্গে যােগাযােগ থাকায় নৌ-বিদ্যা ও মৎস্য-শিকারে ভারত যথেষ্ট উন্নত। এছাড়া এই তিনদিক থেকে বহিঃশত্রুর আক্রমণের আশংকাও কম। অন্যদিকে, ভারতের উত্তরাংশ এশিয়ার মূল ভুখণ্ডের সঙ্গে যুক্ত। ফলে ভারত এশিয়া থেকে বিচ্ছিন্ন নয় এবং স্থলপথেও প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহজে যােগাযােগ ও বাণিজ্যিক আদান-প্রদান করতে পারে।

0 Comments