Advertisements
উত্তর: রাসায়নিক গঠন অনুসারে আগ্নেয় শিলাকে যে চারটি ভাগে ভাগ করা যায় সেগুলির মধ্যে আম্লিক শিলা অন্যতম। যে আগ্নেয় শিলায় বালু বা সিলিকার পরিমাণ খুব বেশি (প্রায় ৬৫%) এবং সােডিয়াম, পটাসিয়াম প্রভৃতি ক্ষারকীয় অক্সাইড কম, তাকে আম্লিক শিলা বলে। উদাহরণ-গ্রানাইট।

0 Comments