এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ত বায়ু। উভয় গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, সেই বায়ুকে বলে আয়ন বায়ু। আয়ন' কথাটির অর্থ পথ'। আগেকার দিনে নির্দিষ্ট পথে প্রবাহিত এই বায়ুপ্রবাহের সাহায্যে পালতােলা জাহাজে বাণিজ্য করা সুবিধা হত বলে এই বায়ুপ্রবাহের নামকরণ হয় আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু। আয়ন বায়ুকে দুটি বিভাগে ভাগ করা হয় (চিত্র-৫)(১) উত্তর গােলার্ধের উপক্রান্তীয় অঞ্চল থেকে যে বায়ুটি নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, সেটি ফেরেলের সূত্রানুসারে একটু ডানদিকে বেঁকে যায়। এর নাম উত্তর-পূর্ব আয়ন বায়ু। অপরদিকে, (২) দক্ষিণ গােলার্ধের উপক্রান্তীয় অঞ্চল থেকে যে বায়ুটি নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় সেটিও ফেরেলের সূত্রানুসারে একটু বামদিকে বেঁকে যায়। এর নাম দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু।

0 Comments