Advertisements
অ্যাভােগাড্রো সূত্রের গুরুত্বগুলি হল
- এর দ্বারা অণু ও পরমাণুর পার্থক্য বােঝা যায়।
- গ্যাসীয় যৌগের আণবিক সংকেত নির্ণয় করা যায়।
- গে-লুসাকের গ্যাস-আয়তন সূত্র প্রমাণ করা যায়।
- ডালটনের পরমাণুবাদ ব্যাখ্যা করা যায়।
- প্রমাণ চাপ ও উষ্ণতায় সমস্ত গ্যাসের গ্রাম-আণবিক আয়তন 22.4 লিটার।
- নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত প্রতিটি গ্যাসীয় মৌলের অণু দ্বি-পারমাণবিক তা জানা যায়।

0 Comments