Advertisements
আমরা জানি যে কোনাে বৈজ্ঞানিক বিবৃতি বা সিদ্ধান্ত যদি সরাসরি পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায় তখন তাকে সূত্র হিসেবে গণ্য করা হয়। যদিও অ্যাভােগাড্রো প্রকল্পকে পরীক্ষা দ্বারা প্রমাণিত করা সম্ভব হয়নি তবু এই প্রকল্পের সাহায্যে ডালটনের পরমাণুবাদ, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র এবং আরাে অনেক সূত্র সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। উপরন্তু, আজ অবধি এই সূত্রটিকে কোনােভাবেই মিথ্যা বা ভুল বলে প্রমাণিত করা যায়নি।

0 Comments