Advertisements
যে-কোনাে চাপ ও উয়তায় কোনাে গ্যাসের একক আয়তনের ভরকে ওই গ্যাসের ঘনত্ব বলে। গ্যাসের ঘনত্ব উয়তা ও চাপের ওপর নির্ভরশীল। কারণ চাপ ও উয্নতার পরিবর্তনে গ্যাসের ওজন স্থির থাকলেও আয়তন পরিবর্তিত হয়। কিন্তু গ্যাসের বাষ্পঘনত্ব চাপ ও উয়তার ওপর নির্ভর করে না। কারণ গ্যাসের বাষ্পঘনত্ব হল সম চাপ ও উয্নতায় কোনাে গ্যাসের ওজন এবং ওই একই চাপ ও উয়তায় । সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন অনুপাত। সুতরাং বাষ্পঘনত্ব একটি তুলনামূলক সংখ্যা। তাই এর ওপর চাপ নে বা উত্তর কোনাে প্রভাব নেই।

0 Comments