Advertisements
প্রাচীরের মতাে ভারতের উত্তর-পূর্ব সীমায় বিস্তৃত থাকলেও হিমালয়ের মাঝে মাঝে কিছু গিরিপথ আছে। যেমন—জম্মু ও কাশ্মীরের (১) বুজিলা, (২) জোজিলা, (৩) কারাকোরাম, (৪) পিরপাঞ্জাল, (৫)বানিহাল গিরিপথ বা জওহর সুড়ঙ্গ এবং (৬) বুন্দলপীর গিরিপথ ; হিমাচল প্রদেশে (৭) বরলাচা লা এবং (৮) সিপকি লা গিরিপথ ; উত্তরাঞ্চল রাজ্যের কুমায়ুন হিমালয়ে (৯) থাগ লা, (১০) লিপুলেখ প্রভৃতি গিরিপথ উল্লেখযােগ্য। পূর্ব হিমালয়ে সিকিমের (১১) নাথু লা এবং (১২) জেলেপ লা গিরিপথ দুটি বিখ্যাত।

0 Comments