Advertisements
উত্তর-পূর্ব ভারতের একটি উল্লেখযােগ্য ভূ-প্রাকৃতিক বিভাগের নাম মেঘালয় মালভূমি। তবে ভৌগােলিকভাবে মেঘালয় মালভূমি বর্তমানে উত্তর-পূর্ব ভারতের অন্তর্গত হলেও ভূ-তাত্ত্বিকভাবে মালভূমিটি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অশে। ভূ-বিজ্ঞানীদের মতে একসময় মেঘালয় মালভূমিটি দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পূর্বাংশে ছােটনাগপুর মালভূমির সঙ্গে যুক্ত ছিল। বহু কোটি বছর আগে প্রবল ভূ-আলােড়নের ফলে মেঘালয় মালভূমি ছােটনাগপুর মালভূমি থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায় এবং উভয়ের মাঝখানের অবনমিত ভূমিতে পরবর্তীকালে সৃষ্টি হয় গঙ্গা ব-ঘীপ। আর এজন্যই দেখা যায় দাক্ষিণাত্য মালভূমির মতাে মেঘালয় মালভূমিও প্রাচীন শিলা দ্বারা গঠিত।

0 Comments