Advertisements
জম্মু-কাশ্মীর রাজ্যের উত্তর-পূর্ব ভাগের নাম আকসাই চীন অঞ্চল। সুউচ্চ কারাকোরাম পর্বতশ্রেণীর উত্তর-পূর্বে অবস্থিত এই আকসাই চীন অঞ্চলটি প্রকৃতপক্ষে একটি পর্বতবেষ্টিত উচ্চ মালভূমি। এখানকার গড় উচ্চতা ৪,৫০০ মিটার হলেও কোন কোন জায়গায় উচ্চতা ৬,০০০ মিটার বা তারও বেশি। এখানে কয়েকটি হ্রদ আছে। এগুলির মধ্যে লিংজি টাঙ হ্রদটির জল লােনা। এই আকসাই চীন অঞ্চলের উত্তরে আছে বিখ্যাত সােডা সমভূমি।

0 Comments