Advertisements
দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণাংশের যে এলাকাটি কর্ণাটক রাজ্যের অন্তর্গত তাকে বলে কর্ণাটক মালভূমি। এই অঞ্চলটি প্রধানত গ্রানাইট ও নিস্ পাথরে গঠিত এবং এখানকার গড় উচ্চতা ৬০০ থেকে ৯০০ মিটার। কর্ণাটক মালভূমির দুটি অংশ : (ক) মালনাদ অঞ্চলপশ্চিমাংশে পশ্চিমঘাট পর্বত-সংলগ্ন উঁচু পাহাড়ী ভূমিকে বলে মালনাদ। কানাড়ী ভাষায় মালনাদ' কথাটির অর্থ ‘পাহাড়ী দেশ। এখানকার পাহাড়গুলির মধ্যে বাবাবুদান উল্লেখযােগ্য। (খ) ময়দান অঞ্চল-মালনাদের পূর্বে কিছুটা উন্মুক্ত সমতল ভূমি আছে, এর নাম ময়দান।

0 Comments