Advertisements
ভারতে কমিউনিস্টদের আদর্শ ও সংগঠন প্রসার লাভ করতে থাকে। সেজন্য ব্রিটিশ সরকার কমিউনিস্ট আন্দোলন ও সমাজতান্ত্ৰিক ভাবধারা বিস্তারের পথে বাধা সৃষ্টি, করে। গােপনে ভারতে আসার পথে বহু কমিউনিস্ট বিপ্লবী ব্রিটিশ সরকারের হাতে গ্রেপ্তার হয়। সরকার এই বিপ্লবীদের বিরুদ্ধে যে মামলাগুলি (পেশােয়ার ষড়যন্ত্র মামলা ১৯২৩ খ্রিঃ, কানপুর যডযন্ত্র মামলা। ১৯২৪খ্রিঃ, মীরাট যডয়া্ত্র মামলা - ১৯১৯ খ্রিঃ) দায়ের করে, সেগুলিই বলশেভিক যড়যন্ত্র মামলা নামে পরিচিত।

0 Comments