Advertisements
মার্কসবাদী আদশে দীক্ষিত মানবেন্দ্র নাথ রায় গান্ধিজিকে প্রতিক্রিয়াশীল বলে মনে করতেন। ATT!! প্রতিষ্ঠিত হবার পর চিত্তরঞ্জন শ কৃষক ও শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। মানবেন্দ্র নাথ বায় ও মনে করতেন জাতীয় আন্দোলন সল করার জন্য বিপ্লবী মতাদর্শ ও অর্থনৈতিক কর্মসূচীর মেলবন্ধন প্রয়ােজন। এজন্য চিত্তবগুন দাশের সহযােগিতায় মানবেনর নাথ রায় লিগ হয় বাতিল বা মে প্রতিষ্ঠা করেন (১৯২৩ খ্রিঃ)।

0 Comments