আন্তর্জাতিক তারিখ রেখা হল এমন একটি কাল্পনিক রেখা, যে রেখাটি মােটামুটিভাবে ১৮০° দ্রাঘিমারেখা অনুসরণ করে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত এবং যে রেখাটিকে সাধারণভাবে পৃথিবীর বার ও তারিখের শুরু ও শেষ হিসাবে ধরা হয়। এই রেখাটি অতিক্রম করলে পূর্বগামী জাহাজ বা বিমান তার দিনপঞ্জীতে ১ দিন কমিয়ে নেয় এবং পশ্চিমগামী জাহাজ বা বিমান তার দিনপঞ্জীতে ১ দিন যােগ করে। ভূ-প্রদক্ষিণ করার সময় সময়ের হ্রাস বৃদ্ধি এবং বার ও তারিখ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয় তার সমাধানের জন্য ১৮৮৪ খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নুষ্ঠিত আন্তর্জাতিক দ্রাঘিমা সভায়' ১৮০০ প্রাঘিমারেখাকে এইভাবে দিন পরিবর্তনের রেখা বা তারিখ বিভাজিকা রেখা হিসাবে নির্দিষ্ট ব্রা হয়। ১৮০° দ্রাঘিমারেখার ওপর কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ বা দ্বীপপুঞ্জ থাকায় আন্তর্জাতিক তারিখরেখাকে দু-এক জায়গায় ঈষৎ বাঁকিয়ে টানা হয়েছে।
1 Comments
I need a help right now
ReplyDelete