ভারতের সুদীর্ঘ উপকূলীয় সমভূমি সংকীর্ণ হলেও তার গুরুত্ব অপরিসীম। কারণ (১) উপকূলের উর্বর সমভূমিতে প্রচুর পরিমাণে ধান, আখ, নারকেল, বিভিন্ন প্রকার মশলা প্রভৃতি উৎপন্ন হয়। (২) মুম্বাই, চেন্নাই, মার্মাগাঁও, কোচিন বা কোচি প্রভৃতি বন্দরের মাধ্যমে দেশের অধিকাংশ ব্যবসা-বাণিজ্য সম্পন্ন হয়। (৩) পশ্চিম উপকূলের উত্তরাংশে সমুদ্রের লবণাক্ত জল থেকে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন করা হয়। (৪) পশ্চিম উপকূলে খনিজ তেল উত্তোলন করা হয়। পূর্ব উপকূলের মহীসােপান অঞ্চলেও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। (৫) মালাবার উপকূলীয় সমভূমির সমুদ্রের বালি থেকে ইলমােনাইট, মােনাজাইট প্রভৃতি খনিজ দ্রব্য আহরণ করা হয়। (৬) অনুকুল পরিবেশের জন্য সমগ্র উপকূল অঞ্চলে ঘন লাকবসতি দেখা যায় (৭) ভারতের দুটি গুরুত্বপূর্ণ মহানগর মুম্বাই ও চেন্নাই-সহ অনেক শহর ও নগর গড়ে উঠেছে এই উপকূলীয় ভূমিতে।

0 Comments