ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেশীয় রাজ্য (Princely stales) গুলিকে নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল - কাশ্মির সমস্যা হল তারই অন্তর্গত একটি সমস্যা। দেশীয় রাজ্য কাশ্মির ভারতের স্বাধীনতার সময় ভারত বা পাকিস্তানে যােগদান না করে নিজ স্বাধীনতা বজায় রাখতে আগ্রহী ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি ভূ-স্বর্গ কাশ্মীর চিরায়ত ঐতিহ্য। কাশ্মির মুসলিম অধ্যুষিত হলেও এর শাসক ছিলেন হিন্দু। ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্র বা গণতান্ত্রিক ভারত রাষ্ট্র কোনােটিই কাশ্মির রাজ হরি সিং-এর পছন্দ ছিল না। কিন্তু মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে পাক হানাদাররা কাশ্মির আক্রমণ করে কিছু অংশ দখল করে। তখন কাশ্মিরের ন্যাশানাল কনফারেন্স দলের নেতা শেখ আবদুল্লা ও মহারাজ হরি সিং ভারতে
যােগ দেন। কিন্তু পাকিস্তান কাশ্মির দাবী করে। ফলে কাশ্মিরকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে এক সমস্যা সৃষ্টি হয়। কাশ্মীরে পাক হানাদার মুক্ত করার জন্য জওহরলাল নেহেরু রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রার্থনা করলে রাষ্ট্রপূঞ্জের উদ্যোগে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি ও কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠিত হয়। তবুও ১৯৬৫, ১৯৭১ খ্রিস্টাব্দে কাশ্মিরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। বিভিন্ন সময় বিভিন্ন আলােচনা হলেও আজও কাশ্মির সমস্যা অমীমাংসিত।

0 Comments