Ad Code

কাশ্মির সমস্যা কী? এর পরিণতি কী?




Advertisements

 ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেশীয় রাজ্য (Princely stales) গুলিকে নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল - কাশ্মির সমস্যা হল তারই অন্তর্গত একটি সমস্যা। দেশীয় রাজ্য কাশ্মির ভারতের স্বাধীনতার সময় ভারত বা পাকিস্তানে যােগদান না করে নিজ স্বাধীনতা বজায় রাখতে আগ্রহী ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি ভূ-স্বর্গ কাশ্মীর চিরায়ত ঐতিহ্য। কাশ্মির মুসলিম অধ্যুষিত হলেও এর শাসক ছিলেন হিন্দু। ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্র বা গণতান্ত্রিক ভারত রাষ্ট্র কোনােটিই কাশ্মির রাজ হরি সিং-এর পছন্দ ছিল না। কিন্তু মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে পাক হানাদাররা কাশ্মির আক্রমণ করে কিছু অংশ দখল করে। তখন কাশ্মিরের ন্যাশানাল কনফারেন্স দলের নেতা শেখ আবদুল্লা ও মহারাজ হরি সিং ভারতে


যােগ দেন। কিন্তু পাকিস্তান কাশ্মির দাবী করে। ফলে কাশ্মিরকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে এক সমস্যা সৃষ্টি হয়। কাশ্মীরে পাক হানাদার মুক্ত করার জন্য জওহরলাল নেহেরু রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রার্থনা করলে রাষ্ট্রপূঞ্জের উদ্যোগে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি ও কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠিত হয়। তবুও ১৯৬৫, ১৯৭১ খ্রিস্টাব্দে কাশ্মিরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। বিভিন্ন সময় বিভিন্ন আলােচনা হলেও আজও কাশ্মির সমস্যা অমীমাংসিত।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments