Advertisements
গুজরাটের কচ্ছ উপদ্বীপকে পূর্ব ও উত্তরদিক থেকে বেষ্টন করে আছে যে কাদায় ভরা বিস্তীর্ণ লবণাক্ত জলাভূমি তাকে বলে রাণ।।
কাথিয়াবাড় উপদ্বীপের উত্তরে কচ্ছ উপদ্বীপ। এই কচ্ছ উপদ্বীপের উত্তর ও পূর্বাংশে রাণ অঞ্চল অবস্থিত। এর মধ্যে উত্তরের বড় অংশটিকে বলে বড় রাণ এবং পূর্বের ছােট অংশটিকে বলে ছােট রাণ। বড় রাণের পশ্চিম প্রান্ত আরব সাগরের সঙ্গে যুক্ত এবং ছােট রাণ পশ্চিমদিকে কচ্ছ উপসাগরের সঙ্গে যুক্ত। লুনি নদী বড় রাণে এবং বানস নদী ছােট রাণে এসে মিশেছে।

0 Comments