Advertisements
ভারতে খুব বড় হদ নেই। যেগুলি আছে তার সংখ্যাও খুব বেশি নয়, যেমন—রাজস্থানের সম্বর, পাচপদ্র, দিদওয়ানা, যুদ্ধ প্রভৃতি। এগুলি লবণাক্ত জলের হ্রদ। আবার সুপেয় জলের হ্রদও আছে, এগুলি প্রধানত পার্বত্য অঞ্চলে অবস্থিত, যেমন—কাশ্মীরের ডাল ও উলার, কুমায়ুন অঞ্চলের নৈনিতাল, ভীমতাল, সাততাল, পাতাল, ভু উপত্যকার হেমকুণ্ড, নন্দাঘুন্টি রূপকুণ্ড প্রভৃতি। গুলি পশ্চিম হিমালয়ের হ্রদ। মণিপুরের লোকটাক হদের জলও সুপেয়। পূর্ব উপকূলের চিল্কা, পুলিকট, কোলে প্রভৃতি হ্রদ নয়, উপহ্রদ। এগুলি সমুদ্রের সঙ্গে যুক্ত, তাই লবণাক্ত।

0 Comments