Ad Code

ভারতের নদ-নদীগুলোর জল দূষিত হওয়ার কারণ কী ? গঙ্গার দূষণ রােধের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।




Advertisements

 নদীর জল দূষণের কারণ: কলকারখানা, শহর-নগরের বিপুল আব্জনা-রাশি প্রতিনিয়তই নদীতে এসে পড়ে। মৃত প্রাণীর দেহ ফেলা হয় নদীতে। কুষিক্ষেত্রের বিষাক্ত কীটনাশক, রাসায়নিক সার প্রভৃতি ধুয়ে এসে মেশে নদীর জলে। এইসব বিভিন্ন কারণে ভারতের বড় বড় নদ-নদীর জল ক্রমশই দূষিত হয়ে পড়ছে। একই কারণে ভারতের প্রধান নদী গঙ্গার জলও আজ সারুণভাবে দুষিত। অন্যান্য নদ-নদীর প্রায় একই অবস্থা।


গঙ্গার দূষণ রােধে গৃহীত ব্যবস্থা : পুণ্যতােয়া গঙ্গা উত্তর ভারতের প্রাণস্বরূপা। গঙ্গার জল দূষণ প্রতিকারের জন্য ১৯৮৫ সালে সরকারী উদ্যোগে সেন্ট্রাল গঙ্গা অথরিটি নামে একটি সংস্থা গঠন করা হয়েছে। ঐ সংস্থার তত্ত্বাবধানে বহু কোটি টাকা খরচ করে গঙ্গার গতিপথের বিভিন্ন জায়গায় গঙ্গা অ্যাকশন প্ল্যান'রূপায়িত হচ্ছে। পরিকল্পনাটির সম্পূর্ণ রূপায়ণ সম্ভব হলে গঙ্গার দূষণ অনেকটাই নিয়ন্ত্রিত হবে বলে আশা করা যায়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments