নদীর জল দূষণের কারণ: কলকারখানা, শহর-নগরের বিপুল আব্জনা-রাশি প্রতিনিয়তই নদীতে এসে পড়ে। মৃত প্রাণীর দেহ ফেলা হয় নদীতে। কুষিক্ষেত্রের বিষাক্ত কীটনাশক, রাসায়নিক সার প্রভৃতি ধুয়ে এসে মেশে নদীর জলে। এইসব বিভিন্ন কারণে ভারতের বড় বড় নদ-নদীর জল ক্রমশই দূষিত হয়ে পড়ছে। একই কারণে ভারতের প্রধান নদী গঙ্গার জলও আজ সারুণভাবে দুষিত। অন্যান্য নদ-নদীর প্রায় একই অবস্থা।
গঙ্গার দূষণ রােধে গৃহীত ব্যবস্থা : পুণ্যতােয়া গঙ্গা উত্তর ভারতের প্রাণস্বরূপা। গঙ্গার জল দূষণ প্রতিকারের জন্য ১৯৮৫ সালে সরকারী উদ্যোগে সেন্ট্রাল গঙ্গা অথরিটি নামে একটি সংস্থা গঠন করা হয়েছে। ঐ সংস্থার তত্ত্বাবধানে বহু কোটি টাকা খরচ করে গঙ্গার গতিপথের বিভিন্ন জায়গায় গঙ্গা অ্যাকশন প্ল্যান'রূপায়িত হচ্ছে। পরিকল্পনাটির সম্পূর্ণ রূপায়ণ সম্ভব হলে গঙ্গার দূষণ অনেকটাই নিয়ন্ত্রিত হবে বলে আশা করা যায়।

0 Comments