Advertisements
উত্তর : মানবেন্দ্র নাথ রায়ের র্যাডিক্যাল ডেমােক্র্যাট পার্টি ছাড়া ভারতে প্রায় সমস্ত রাজনৈতিক দলই ব্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে। ব্লিপস প্রস্তাব দেশভাগের আশঙ্কা থাকায় হিন্দু মহাসভা, নিরাপত্তার শঙ্কায় অকালি দল এবং গণ পরিষদের (Constituent Assembly) গঠন পদ্ধতি, বড়লাটের উপদেষ্টা পরিষদে ভারতীয় সদস্যদের যুদ্ধ সম্বন্ধে মত প্রকাশের অধিকার না থাকায়, দেশভাগের প্রচ্ছন্ন সম্ভাবনা, পূর্ণ স্বাধীনতার কথা না থাকায় কংগ্রেস দল ও পাকিস্তান দাবির সুনিশ্চিত ও সুস্পষ্ট স্বীকৃতি না থাকায় মুসলিম লীগ দল ক্লিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে। স্যার ষ্ট্যাফোর্ড ক্রিপস এক সাংবাদিক সম্মেলনে (১১ এপ্রিল, ১৯৪২খ্রিঃ) তার প্রস্তাব প্রত্যাহার করলে ক্রিপস মিশন ব্যর্থ হয়।

0 Comments