Advertisements
গ্রিন হাউস গ্যাস গুলোর CO2, NO2, CH4, CFC গ্রিনহাউস এফেক্ট বৃদ্ধির জন্য গ্যাস গুলি কী পরিমাণে দায়ী তা চিত্রে দেখানাে হল। CO,-কে প্রধান গ্রিনহাউস গ্যাস হিসেবে ধরা হয়। জলীয় বাপ্পি আদর্শ গ্রিনহাউস মাস হিসেবে ধরা হয় না, কারণ বায়ুমণ্ডলে এর স্থিতিকাল মাত্র 7 দিন। এটি শিশির কুয়াশায় ইত্যাদি হয়ে বৃষ্টি নেমে আসে।
0 Comments