Advertisements
ক্লোরােফ্লুরােকার্বন জাতীয় (CFC) গ্যাসগুলি
ব্যাপকভাবে রেফ্রিজারেটর ও বাতানুকুল যন্ত্রে হিমায়ক রুপে ব্যবহৃত হয়। এগুলি স্থায়ী যৌগ এবং ক্ষুধা মণ্ডলে এগুলি অদাহ্য, নিষ্ক্রিয় কিন্তু বিষয়োক্ত। CFC গ্যাস গুলি ওজোন স্তর ধ্বংশ করার কাজে অনুঘটক হিসেবে কাজ করে। অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC গ্যাস গুলি বিভাজিত হয়ে সক্রিয় Cl পরমাণু সৃষ্টি করে। এই সক্রিয় Cl পরমাণু ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে, ফলে অক্সিজেন এবং ক্লোরিন মনােক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন ক্লোরিন মনােক্সাইড (ClO) পুনরায় ওজোনের সাথে বিক্রিয়া করে 0, অণু এবং সক্রিয় Cl পরমাণু উৎপন্ন করে। এইভাবে প্রক্রিয়াটি চক্রাকার পদ্ধতিতে চলতে থাকে এবং ওজোন স্তর ক্রমশ পাতলা হতে থাকে।
CFCI,(g) -> CFCI2 (মুক্ত মূলক) + Cl (সক্রিয়)
0 Comments