Ad Code

গ্রিনহাউস ও গ্রিনহাউস এফেক্ট বলতে কী বোঝো?




Advertisements

 শীতপ্রধান দেশে কাচের ঘর তৈরি করে তার মধ্যে গাছ রাখা হয়, একে গ্রিনহাউস বলে। গ্রিনহাউসে শীতের দেশের পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় গাছ রাখা যায় । সূর্য থেকে আগত রশ্মি সহজেই কাচ ভেদ করে গ্রিনহাউসে প্রবেশ করে। কিন্তু কাচের ঘরের তাপমাত্রা সূর্যের রশ্মি র তুলনায় কম হওয়ার ফলে ঘরের মধ্যে গাছপালা, মাটি অধিকতর তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি (Infrared rays) বিকিরণ করে। এই অধিক তরঙ্গ দৈর্ঘ্যের তাপ রশ্মির ক্ষেত্রে কাচ হল তাপ অভেদ্য পদার্থ। তাই এই তাপ কাচ ভেদ করে বাইরে যেতে পারে না এবং ঘরের মধ্যে গরম থাকে। গ্রিনহাউসের মধ্যে এই পদ্ধতিতে তাপ ধরে রাখার প্রক্রিয়াকে গ্রিনহাউস এফেক্ট বলে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments