Ad Code

স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়সাধক বলে কেন? স্নায়ুতন্ত্রের 2+3 কাজ সংক্ষেপে উল্লেখ করাে।




Advertisements

 স্নায়ুতন্ত্র জ্ঞানেন্দ্রিয় তথা গ্রাহকের সাহায্যে উদ্দীপনা গ্রহণ, বিশ্লেষণ ও বিভিন্ন কারক অংশে তা প্রেরণ করে প্রাণীদের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের কাজের মধ্যে সমন্বয়সাধন করে, এবং এই কাজের পর স্নায়ু বা এর একক নিউরােনের কোনাে পরিবর্তন হয় না, তাই স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়সাধক বলে।

স্নায়ুতন্ত্রের কাজ

প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ: স্নায়ুতন্ত্রের মাধ্যমে প্রাণীদের প্রতিবর্ত ক্রিয়া সমূহ নিয়ন্ত্রিত হয়।

উদ্দীপনা গ্রহণ: স্নায়ুতন্ত্রের মাধ্যমে প্রাণীর জ্ঞানেন্দ্রিয় তথা গ্রাহকের সাহায্যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনাগ গৃহীত হয়।

উদ্দীপনা পরিবহণ, উত্তেজনা সৃষ্টি ও সাড়া দেওয়া: গৃহীত উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে প্রাণীদের মানিয়ে নিতে সাহায্য করে।

সমন্বয়সাধন: প্রাণীদের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে

সমন্বয়সাধন করে তাদের কাজের মধ্যে সংযােগরক্ষা স্নায়ু- তন্ত্রের একটি বিশেষ কাজ।


পেশির কার্যকারিতা ও গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ: স্নায়ুতন্ত্র প্রাণীদের পেশিকলার সংকোচনে এবং গ্রন্থিসমূহের ক্ষরণ


নিয়ন্ত্রণে উল্লেখযােগ্য ভূমিকা গ্রহণ করে। মানসিক ক্রিয়া পরিচালন: উন্নত প্রাণীর বুদ্ধি, চিন্তা, স্মৃতি, বিচার প্রভৃতি মানসিক ক্রিয়াগুলোকে স্নায়ুতন্ত্রের সুষ্ঠুভাবে পরিচালনা করে।

বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়ের কাজ নিয়ন্ত্রণ: স্নায়ুতন্ত্র বিভিন্ন শারীর বৃত্তীয় কাজ সঠিক মাত্রায় পরিচালনার জন্য চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বকের কাজ নিয়ন্ত্রণ করে।









Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments