Advertisements
নানাধরনের প্রায়ােগিক যন্ত্রের সাহায্যে বায়ু শক্তিকে কাজে লাগানাে হয়। যে বায়ুর বেগ কাজে লাগিয়ে উইন্ডমিল, উইন্ড জেনারেটর তৈরি করা হয় এবং উইন্ডমিলের সাহায্যে জল তোলা, ধান, গম ভাঙানাে ইত্যাদি করা হয় এবং উইন্ড জেনারেটর দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়।
সুবিধা: বিনা ব্যয়ে শক্তি উৎস পাওয়া যায়, দুর্গম অঞ্চলে (যেখানে বায়ু প্রবাহ বেশি থাকে) বায়ু শক্তি ব্যবহার করে তড়িৎ ব্যবস্থা গড়ে তোলা যায়। এটি পরিবেশ দূষণ ঘটায় না।
অসুবিধা: যে-কোনাে স্থানে বায়ু শক্তি ব্যবস্থা গড়ে তােলা যায় না। বায়ু প্রবাহ সর্বদা সমান ক্ষমতা সম্পন্ন হয় না। বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তােলা ব্যয়সাপেক্ষ।
0 Comments