Advertisements
পরিচলন প্রণালী তাপ কেবল নীচে থেকে ওপরে যায়, ওপর থেকে নীচে আসে না।
- যেখানে অভিকর্ষ নেই, সেখানে পরিচলন হয় না।
- পরিচলন স্রোতের কারণে টেবিল ল্যাম্প কিংবা হ্যারিকেনের বাতি জ্বলতে থাকে।
- পরিচলন স্রোতের কারণে, সমুদ্র বায়ু ও স্থল বায়ু সৃষ্টি হয়।
- ঘুলঘুলিযুক্ত ঘরে পরিচলন স্রোতের জন্য বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।
- পরিচলন স্রোতের ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। © ক্ষুধা মন্ডলের পরিচলন স্রোত ও ঝড় পরিলক্ষিত হয়।
0 Comments