Advertisements
ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় উত্তর পরিমাপ থেকে দেখা যায় প্রতি 1 km উচ্চতা বৃদ্ধির জন্য মােটামুটিভাবে 6°C উষ্ণতা কমে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাসের হারকে
(dT/dh,T=temperature, h = height) বিজ্ঞানে ল্যাপস রেট বলে।
এই নিয়ম কিন্তু সব উচ্চতায় সমান নয়। যেমন স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের পর থেকে প্রায় 20 km উচ্চতা পর্যন্ত উষ্ণতা -57°C থাকে। এর পর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উয়তাও বাড়তে থাকে। মেসােস্ফিয়ার অঞ্চলে আবার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে শুরু করে।
0 Comments