Advertisements
বায়ুমণ্ডলে ওজোনস্তর দুটি অনুক্রমিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়
- অতিবেগুনি (UV) রশ্মির ফোটন কণা (hy শক্তির মাত্রা, h = প্ল্যাঙ্কের ধ্রুবক, v = = কম্পাঙ্ক) দ্বিপারমাণবিক অক্সিজেন অণু বিয়ােজিত করে। O2 -> O+O
- অক্সিজেন পরমাণুর সঙ্গে অবিয়ােজিত অক্সিজেন অণুর সংযুক্তির ফলে ওজোন গ্যাস ও তাপ উৎপন্ন হয়। 202 + 20 -> 203 + তাপ
NO, NO2, CFC প্রভৃতি বিশেষ গ্যাস, যা প্রযুক্তি শিল্পে উৎপন্ন হয়, বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ঊর্ধ্বাকাশে গিয়ে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে এবং সক্রিয় CI-পরমাণুর সৃষ্টি করে ওজোন স্তরের বেধ কমিয়ে ক্ষীণ করে দিচ্ছে। কিভাবে ওজোনস্তর ক্ষয় বা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং ওজোন জানলার Ozone window) সৃষ্টি হচ্ছে.
0 Comments