Advertisements
সাদারল্যান্ডের মতে, হরমোন নিম্নলিখিত ধাপের মাধ্যমে দ্বিতীয় বাহক দ্বারা নির্দিষ্ট কার্য সম্পন্ন করে।
- যে-সকল হরমোনের আণবিক গুরুত্ব অপেক্ষাকৃত বেশি ও আকারে বড়াে (যেমন-ACTH, LH, TSH ইত্যাদি) তারা সরাসরি কোষে প্রবেশ না করতে পেরে কোশপর্দায় আবদ্ধ হয়।
- গ্রাহক- হরমোন কোশপর্দার বিপরীত তলে অবস্থিত অ্যাডেনাইল সাইক্লেজকে সক্রিয় করে। অ্যাডেনাইল সাইক্লেজ ATP-কে CAMP-তে পরিণত করে।
- CAMP দ্বিতীয় বার্তাবহরূপে কোষের নিষ্ক্রিয় উৎসেচক সক্রিয় করে নির্দিষ্ট কার্য সম্পন্ন করে।
- স্টেরয়েড জাতীয় হরমোন ও থাইরক্সিন এর আকার ছােটো হওয়ায় ও আণবিক গুরুত্ব কম হওয়ায় সরাসরি কোশের অভ্যন্তরে প্রবেশ করে।
- হরমোন-প্রোটিন কমপ্লেক্স এরপর সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রবেশ করলে নির্দিষ্ট জিনকে সক্রিয় করে। এর ফলে সুনির্দিষ্ট প্রোটিন সংশ্লেষিত হয়, যা নির্দিষ্ট কার্যে ব্যবহৃত হয়।

0 Comments