Ad Code

হরমোনের কার্যপদ্ধতি সংক্ষেপে লেখাে। হরমোন ও ভিটামিনের মধ্যে পার্থক্য লেখাে।




Advertisements

 সাদারল্যান্ডের মতে, হরমোন নিম্নলিখিত ধাপের মাধ্যমে দ্বিতীয় বাহক দ্বারা নির্দিষ্ট কার্য সম্পন্ন করে।

  • যে-সকল হরমোনের আণবিক গুরুত্ব অপেক্ষাকৃত বেশি ও আকারে বড়াে (যেমন-ACTH, LH, TSH ইত্যাদি) তারা সরাসরি কোষে প্রবেশ না করতে পেরে কোশপর্দায় আবদ্ধ হয়।
  • গ্রাহক- হরমোন কোশপর্দার বিপরীত তলে অবস্থিত অ্যাডেনাইল সাইক্লেজকে সক্রিয় করে। অ্যাডেনাইল সাইক্লেজ ATP-কে CAMP-তে পরিণত করে।
  • CAMP দ্বিতীয় বার্তাবহরূপে কোষের নিষ্ক্রিয় উৎসেচক সক্রিয় করে নির্দিষ্ট কার্য সম্পন্ন করে।
  • স্টেরয়েড জাতীয় হরমোন ও থাইরক্সিন এর আকার ছােটো হওয়ায় ও আণবিক গুরুত্ব কম হওয়ায় সরাসরি কোশের অভ্যন্তরে প্রবেশ করে।
  •  হরমোন-প্রোটিন কমপ্লেক্স এরপর সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রবেশ করলে নির্দিষ্ট জিনকে সক্রিয় করে। এর ফলে সুনির্দিষ্ট প্রোটিন সংশ্লেষিত হয়, যা নির্দিষ্ট কার্যে ব্যবহৃত হয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments