Advertisements
মানব বিকাশের পাঁচটি দশা সদ্যোজাত, শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, পরিণত দশা এবং বার্ধক্য।
সদ্যোজাত :
শিশুর জন্মের দিন থেকে প্রথম মাস অবধি সময় কালকে সদ্যোজাত অবস্থা বলে। এই দশায় অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি ঘটে এবং বিপাকীয় হার বৃদ্ধি পায়। শিশুর মস্তিষ্ক দেতে অন্য অংশগুলির তুলনায় বৃদ্ধি পায়।
শৈশব: শৈশব কাল
2 মাস থেকে 11 বছর পর্যন্ত চলতে থাকে। এই দশায় দেহের সমগ্র অংশে ধীরে ধীরে বৃদ্ধি ঘটে। হাতের ও পায়ের দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পায়। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড বৃদ্ধি ঘটে। শিশুর মানসিক ও বৌদ্ধিক ক্রমবিকাশের পাশাপাশি সামাজিক সংযােগস্থাপন হয়।
বয়ঃসন্ধিকাল:
শৈশবের পরবর্তী দশা টি হল বয়ঃসন্ধিকাল।
বয়ঃসন্ধিকাল 11 বছর থেকে 19 বছর পর্যন্ত চলতে থাকে। এই দশা বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনগুলি পরিলক্ষিত হয়, যৌন যৌনাঙ্গে গুলি সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে। বয়ঃসন্ধিকালটিকে ঝড়ঝঞ্ার কাল বলা হয়। এ সময় পেশি এবং অস্থিগুলিও বৃদ্ধিলাভ করে। D পরিণত দশা :
পরিণত দশা 19-60 বছর পর্যন্ত চলতে থাকে। দেহের বৃদ্ধি ক্রমশ হ্রাস পেতে থাকে, ফলে দৈহিক কার্যক্ষমতা হ্রাস পায়।
বার্ধক্য দশা : পরিণত দশা অতিবাহিত হওয়ার পর বার্ধক্য দশা ঘনিয়ে আসে। বার্ধক্য দশা 60 বছর বয়সের পরবর্তী সময়কাল পর্যন্ত চলতে থাকে। দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং স্মৃতিশক্তি হ্রাস পায়। দেহে বিভিন্ন রােগ দেখা যায়। দৈহিক কার্য ক্ষমতা লোপ পায়। ব্যক্তির শারীরবৃত্তীয় এবং জৈবনিক পদ্ধতির অবনতি ঘটে, ফলস্বরূপ দেখা দেয় মৃত্যু।
সদ্যোজাত :
শিশুর জন্মের দিন থেকে প্রথম মাস অবধি সময় কালকে সদ্যোজাত অবস্থা বলে। এই দশায় অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি ঘটে এবং বিপাকীয় হার বৃদ্ধি পায়। শিশুর মস্তিষ্ক দেতে অন্য অংশগুলির তুলনায় বৃদ্ধি পায়।
শৈশব: শৈশব কাল
2 মাস থেকে 11 বছর পর্যন্ত চলতে থাকে। এই দশায় দেহের সমগ্র অংশে ধীরে ধীরে বৃদ্ধি ঘটে। হাতের ও পায়ের দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পায়। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড বৃদ্ধি ঘটে। শিশুর মানসিক ও বৌদ্ধিক ক্রমবিকাশের পাশাপাশি সামাজিক সংযােগস্থাপন হয়।
বয়ঃসন্ধিকাল:
শৈশবের পরবর্তী দশা টি হল বয়ঃসন্ধিকাল।
বয়ঃসন্ধিকাল 11 বছর থেকে 19 বছর পর্যন্ত চলতে থাকে। এই দশা বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনগুলি পরিলক্ষিত হয়, যৌন যৌনাঙ্গে গুলি সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে। বয়ঃসন্ধিকালটিকে ঝড়ঝঞ্ার কাল বলা হয়। এ সময় পেশি এবং অস্থিগুলিও বৃদ্ধিলাভ করে। D পরিণত দশা :
পরিণত দশা 19-60 বছর পর্যন্ত চলতে থাকে। দেহের বৃদ্ধি ক্রমশ হ্রাস পেতে থাকে, ফলে দৈহিক কার্যক্ষমতা হ্রাস পায়।
বার্ধক্য দশা : পরিণত দশা অতিবাহিত হওয়ার পর বার্ধক্য দশা ঘনিয়ে আসে। বার্ধক্য দশা 60 বছর বয়সের পরবর্তী সময়কাল পর্যন্ত চলতে থাকে। দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং স্মৃতিশক্তি হ্রাস পায়। দেহে বিভিন্ন রােগ দেখা যায়। দৈহিক কার্য ক্ষমতা লোপ পায়। ব্যক্তির শারীরবৃত্তীয় এবং জৈবনিক পদ্ধতির অবনতি ঘটে, ফলস্বরূপ দেখা দেয় মৃত্যু।
0 Comments