Ad Code

লিনাক্স কি? Linux সম্পর্কিত বিস্তারিত ছোটদের জন্য




Advertisements

 Linux কী? (ছোটদের জন্য সহজ ভাষায়)


Linux (লিনাক্স) হলো একটা কম্পিউটার চালানোর সিস্টেম, যেটাকে আমরা বলে থাকি অপারেটিং সিস্টেম। যেমন আমরা Windows বা Android ব্যবহার করি, তেমনি Linux-ও একটা অপারেটিং সিস্টেম।

🧒 ছোটদের জন্য সহজভাবে বুঝি:

ধরো, তোমার কাছে একটা খালি কম্পিউটার আছে। সেটা দিয়ে কিছু করা যাচ্ছে না। তখন যদি তাতে Linux বসাও, তাহলে সেই কম্পিউটার দিয়ে তুমি লেখা লিখতে পারবে, ছবি আঁকতে পারবে, গান শুনতে পারবে, আবার ইন্টারনেট চালাতেও পারবে।

⭐ Linux-এর মজার কিছু দিক:

এটা একেবারে ফ্রি, মানে টাকা লাগবে না।

অনেক সুরক্ষিত – ভাইরাসে খুব কম আক্রান্ত হয়।

স্কুল, কলেজ আর বড় বড় কোম্পানি Linux ব্যবহার করে।

Android ফোনেও Linux-এর শক্তি কাজ করে।

🐧 Linux-এর একটা মজার নাম আছে – Tux! ও হচ্ছে একটা পেঙ্গুইন, যেটা Linux-এর প্রতীক।

🧠 ছোটদের শেখার জন্য:


তুমি যদি কম্পিউটার নিয়ে খেলতে বা প্রোগ্রামিং শিখতে চাও, তাহলে Linux খুব ভালো বন্ধু হতে পারে!


Linux কে আবিষ্কার করেন? 🧑‍💻

Linux আবিষ্কার করেছেন একজন ফিনিশ (Finland-এর) কম্পিউটার প্রোগ্রামার যার নাম ছিলঃ

👉 Linus Torvalds (লিনাস টরভ্যাল্ডস)


📅 কবে আবিষ্কার হয়?


১৯৯১ সালে, যখন তিনি ইউনিভার্সিটিতে পড়তেন, তখন তিনি Linux তৈরি করেন।


🎯 কেন তৈরি করেছিলেন?


তিনি চেয়েছিলেন একটা ফ্রি এবং ওপেনসোর্স অপারেটিং সিস্টেম বানাতে, যেটা সবাই ব্যবহার করতে পারে, নিজের মতো করে বদলাতে পারে।


💡 মজার তথ্য:

Linux এর নামও এসেছে Linus এর নাম থেকে!


এখন Linux পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়েছে — সুপারকম্পিউটার, রকেট, মোবাইল (Android), এমনকি তোমার বাড়ির রাউটারেও Linux থাকতে পারে!

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments