Ad Code

পশ্চিমবঙ্গ সরকারের ছাত্র-ছাত্রীদের জন্য প্রধান স্কলারশিপ | Scholarship




Advertisements

শিক্ষা সবার অধিকার, কিন্তু অনেক সময় আর্থিক সমস্যার কারণে অনেক প্রতিভাবান ছেলে-মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে পারে না। এই সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু করেছে। এই পোস্টে আমরা এক এক করে সেগুলোর নাম, সুবিধা, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব।

পশ্চিমবঙ্গ সরকারের ছাত্র-ছাত্রীদের জন্য প্রধান স্কলারশিপ

 

স্কলারশিপ নাম

লক্ষ্য গ্রুপ

স্তর

আয় সীমা

মান/অনুদান

SVMCM

মেধাবী, আর্থিকভাবে দুর্বল

11 & UG/PG

₹2.5 লাখ

₹1,000–5,000/মাস

Aikyashree

সংখ্যালঘু সম্প্রদায়

1–PhD

₹2–2.5 লাখ

ফি + স্টাইপেন্ড + এলাউন্স

Kanyashree

অল্পবয়সী কন্যা ছাত্রীরা

VIII–XII

(আংশিক)

₹1,000 (বার্ষিক) + ₹25,000 (এককালীন)

OASIS

SC/ST/OBC ছাত্রছাত্রী

Pre/Post Matric

SC/ST: ₹2.5 লাখ; OBC: ₹1 লাখ

ফি ছাড়, ভাতা

Nabanna Relief Fund

মেধাবী ছাত্রছাত্রী

HS–PG, প্রফেশনাল কোর্স

নির্ভরযোগ্য অনুদান

Medhashree

OBC/ST ছাত্রছাত্রী (5–8 Std)

5–8 Std

₹800/মাস

Hindi Scholarship

হিন্দি পড়ুয়া ছাত্র/ছাত্রী

হাই সেকশন থেকে গবেষণা পর্যন্ত

₹300–₹1,000/মাস

Bigyani Kanya Medha

কন্যা, Science/Medicine/Engg

UG (Basic Science)

₹3,000/মাস + ₹2,000 বই অনুদান

 

পরবর্তী করণীয়

  1. যে স্কলারশিপটির জন্য আবেদন করতে চান, তার অফিসিয়াল পোর্টাল বা সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে যান (যেমন: OASIS, WBMDFC, Kanyashree ইত্যাদি)।

  2. নিয়মিত ডেডলাইন নজর রাখুন। যেমন, কেন্দ্রীয় National Means-cum-Merit Scholarship এর জন্য NSP-তে রেজিস্ট্রেশন চলছে (ঠিক আছে: সেপ্টেম্বর ৯, ২০২৫ পর্যন্ত) WBSED Scholarships

  3. প্রয়োজনীয় নথিপত্র (ডোমিসাইল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, মার্কস্ শীট ইত্যাদি) প্রস্তুত রাখুন।

  4. নিজের নাগরিকতা, শ্রেণি, আর্থিক অবস্থান পরীক্ষা করে যেখানে মানিয়ে যায়, সেখানে আবেদন করুন।


 পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন শ্রেণি ও ধাপে শিক্ষার্থীদের জন্য উপযোগী স্কলারশিপের ব্যবস্থা রেখেছে—মেধা, আর্থিক প্রবলেম, সংখ্যালঘু, SC/ST/OBC বা মেয়েদের কল্যাণ—এই সমস্ত ক্ষেত্র বিবেচনায় রেখে আপনার প্রয়োজন অনুযায়ী আবেদন করতে পারেন। প্রয়োজন হলে আবেদন প্রক্রিয়া বা নির্দিষ্ট স্কিম নিয়ে সাহায্য চাইতে পারেন—যাচাই করে আরও বিস্তারিত জানিয়ে দিতে আমি প্রস্তুত!

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments