Ad Code

বাচ্য কি




Advertisements

 বাচ্য: বাচ্য হল বাক্যের মধ্যে ক্রিয়ার (সমাপিকা) প্রকাশভঙ্গিমার একটি বিশেষ রূপ। 'বাচ্য' শব্দটির ব্যুৎপত্তি হল বিচ্ + যৎ (য)।


বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে-পরিবর্তন হয় তাকে বাচ্য বলে যেমন-ক পুলিশ চোরটিকে ধরল। খ পুলিশের দ্বারা চোরটি ধৃত হল। গ পুলিশের চোর ধরা হল।

ক্রিয়াপদের রূপের এই পরিবর্তন নির্ভর করে বাক্যে কর্তা, কর্ম কিংবা ক্রিয়া-কোনটি প্রাধান্য লাভ করে তার ওপর।


ধরা > ধরল > ধৃত হল > ধরা হল-ক্রিয়ার রূপের এই পরিবর্তনই বাচ্য।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments