Advertisements
কাকে এবং কেন ‘সাদা কয়লা' বলা হয়?
উত্তর: জলবিদ্যুৎ শক্তিকে ‘সাদা কয়লা’ বলা হয়। কারণ, কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন। তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপ অর্থে জলবিদ্যুৎ শক্তিকে ‘সাদা কয়লা’ বলা হয়।
0 Comments