Ad Code

ভূগোল MCQ WBBSE MADHYAMIK EXAMINATION 2022




Advertisements

 WBBSE MADHYAMIK EXAMINATION 2022


সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট


পূর্ণমান: ৯০


বিভাগ-ক


১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১ × ১৪-১৪

১.১ যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে- 

(ক) অগ্ন্যদগন 

(খ) আরোহণ 

(গ) সন্বয় কার্য

 (ঘ) অবরোহণ

১.২ দুটি নদী-অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে- 

(ক) জলবিভাজিকা 

(খ) নদীমঞ্চ 

(গ) স্বাভাবিক বাঁধ 

(ঘ) দোয়াব

১.৩ হিমবাহ সৃষ্ট হ্রদ হল-

(ক) করি হ্রদ 

(খ) প্লায়া হ্রদ 

(গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

 (ঘ) উপহ্রদ 

১.৪ বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে-

(ক) বালিয়াড়ি 

(খ) হামাদা 

(গ) প্রিয়ান

 (ঘ) লোয়েস

১৫ সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে- 

(ক) শটস

 (খ) বোলসন

 (গ) ধান্দ 

(ঘ) তাল

১.৬ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে- 

(ক) তেলেঙ্গানা

 (খ) জম্মু ও কাশ্মীর

 (গ) উত্তরাখণ্ড

 (খ) ঝাড়খণ্ড 

১.৭ শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে-

 (ক) ভাবর 

(খ) খালর 

(গ) কারেওয়া

 (ঘ) সুন

১.৮ ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল-

 (ক) হিরাকুঁদ 

(খ) ভারা-নাঙ্গাল 

(গ) নাগার্জুন সাগর 

(খ) রাণাপ্রতাপ সাগর

১.৯ 'মৌসুমি বিস্ফোরণ' প্রথমে দেখা যায়-

(ক) কেরলে 

(খ) বর্ণটিকে

 (গ) মেঘালয়ে

 (ঘ) পশ্চিমবঙ্গে 

১.১০ যে অঞ্চলে 'চন্দন" গাছ জন্মায় তা হল

 (ক) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ

 (খ) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ 

(গ) ক্রান্তীয় মরু উদ্ভিদ

(ঘ) সরলবগীয় উদ্ভিদ 

১.১১. ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত-

(ক) জোড়হাটে

 (খ) বেঙ্গালুরুতে

 (গ) চিক্সাগালুরে

 (ঘ) কোয়েম্বাটোরে

 ১.১২ পশ্চিমবঙ্গোর সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র হল-

(ক) দুর্গাপুর 

(খ) খতাপুর 

(গ) সেক্টর ৫. সল্টলেক। 

(ঘ) শিলিগুড়ি

১.১৩ ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল 

(ক) ৪০০০ 

(খ) ৫০০০ 

(গ) ৬০০০ 

(ঘ) ৭০০০

১.১৪ ভারতের বৃহত্তম বন্দর শহর হল-

(ক) হলদিয়া 

(খ) চেন্নাই 

(গ) কলকাতা

 (ঘ) মুম্বই


উত্তর -

১.১ (ঘ) 

১.২-(ক) 

১.৩-(ক) 

১.৪-(ঘ) 

১.৫-(ক)

 ১.৬- (ঘ)

১.৭-(ঘ)

১.৮-(খ)

১.৯-(ক )

১.১০-(খ)

১.১১-(গ)

 ১.১২-(গ) 

১.১৩-(খ) 

১.১৪-(ঘ) ) 

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments