Advertisements
পশ্চিমবঙ্গের কোন অংশ "রাঢ় অঞ্চল" নামে পরিচিত?
উত্তর: পশ্চিমবঙ্গের দক্ষিণে ব-দ্বীপ অঞ্চল ও পশ্চিমে মালভূমি অঞ্চলের মধ্যবর্তী মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান ও মেদিনীপুরের বেশ কিছু অংশে বিস্তৃত সমভূমিকে রাঢ় অঞ্চল বলে। দক্ষিণাপথের মালভূমি অঞ্চলের প্রাচীন শিলাসমূহের ক্ষয়ীভূত পলি সঞ্চয়ের ফলে এই সমভূমির সৃষ্টি হয়েছে বলে অনুমান করা হয়।

0 Comments