Advertisements
পশ্চিমবঙ্গের তরাই অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়?
উত্তর: পূর্ব হিমালয়ের পার্বত্যভূমি থেকে বয়ে আনা মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোর্সা, রায়ডাক প্রভৃতি নদীবাহিত পলি, বালি, নুড়ি জমে হিমালয়ের পাদদেশে প্রায় সমতল ঢালু যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে তরাই অঞ্চল বলে। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার জলপাইগুড়ি জেলার পূর্ব ও উত্তরাংশে এবং পশ্চিম দিনাজপুর জেলার উত্তরাংশে এই অঞ্চলটি অবস্থিত

0 Comments