Advertisements
ভারতে পর্ণমোচী বৃক্ষের বনভূমি কোথায় দেখা যায়?
উত্তর: ভারতের যে সমস্ত স্থানে বার্ষিক বৃষ্টিপাত ১০০-২০০ সেন্টিমিটার সেখানে এই বনভূমি দেখা যায়। এখানের প্রধান বৃক্ষগুলি হল, শাল, সেগুন, জারুল, মহুয়া, পলাশ, শিরীষ, বট, অশ্বত্থ, আম, কাঁঠাল ইত্যাদি। উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, পশ্চিমঘাট পর্বতমালা প্রভৃতি অঞ্চলে এই বনভূমি দেখা যায়।

0 Comments