Advertisements
ভারতের চিরহরিৎ বৃক্ষের বনভূমি কোথায় দেখা যায়?
উত্তর: ভারতের যে সমস্ত অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাত ২০০ সেন্টিমিটারের বেশী সেখানে চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। শিশু, গর্জন, রোজউড, মেহগনি, চাপলাস, নাহার, লোহাকাঠ ইত্যাদি বৃক্ষ এখানে দেখা যায়। মধ্যে মধ্যে রাবার, বাঁশ ও আবলুস বৃক্ষও চোখে পড়ে। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা, পূর্বাচল, অরুণাচল, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার বৃষ্টিবহুল অঞ্চলে এই বনভূমি দেখা যায়।

0 Comments