Advertisements
ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে? এই বনভূমি ভারতের কোথায় দেখা যায়?
উত্তর: নদীর ব-দ্বীপ অঞ্চলে ও অন্যান্য নিম্নস্থানে যেখানে সাগরের লোনা জল প্রবেশ করে সে সমস্ত অঞ্চলে যে বনভূমি সৃষ্টি হয় তাকে ম্যানগ্রোভ বনভূমি বলে। এখানের বৃক্ষগুলির অন্যতম বৈশিষ্ট্য হল বৃক্ষের শিকড় নদীর জোয়ারের সময় শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য মাটি ফুঁড়ে উপরে ওঠে এবং কাণ্ডকে সোজাভাবে ধরে রাখার জন্য ঠেস-মূলও দেখা যায়। ভারতের গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা প্রভৃতি নদীর ব-দ্বীপ অঞ্চলে ও কাম্বে উপসাগরের নিম্ন জলাভূমিতে এই অরণ্য দেখা যায়। এখানের বৃক্ষগুলির মধ্যে সুন্দরী, গরান, গেও, ক্যাওড়া, হোগলা, গোলপাতা প্রভৃতি উল্লেখযোগ্য।

0 Comments